সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকায় লিমন পরিবহন নামের একটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের সুন্দ্রাগাঁও নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।তবে এই ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সালুটিকর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নির্মল দেব সিলেট প্রতিদিনকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, লিমন পরিবহন নামের ঢাকার একটি বাস পনেরো-ষোলোজন যাত্রী নিয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে কোম্পানীগঞ্জ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।
তিনি আরও জানান, বাসটি উল্টে না যাওয়াতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। বাসের মালিকপক্ষের সাথে আলাপ হয়েছে তারা যতো তাড়াতাড়ি সম্ভব বাসটি তুলে নেয়ার কাজ শুরু করবেন।
শেয়ার করুন