সিলেটে নিষিদ্ধ সময়ে চলে ট্রাক, ঘটায় প্রাণহানি

সিলেট

রাত ১০টার পর সিলেট মহানগরে ট্রাক প্রবেশের নির্দেশনা থাকলেও দিন-রাতের যে কোনো সময়ই ঢুকে ট্রাক। বিভিন্ন পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশের নাকের ডগা দিয়েই এসব বেপরোয়া গতির ট্রাক মহানগরে প্রবেশ করে। অনেক সময় নিষিদ্ধ সময়ে ঢুকা দ্রুতগতির ট্রাক ঘটায় দুর্ঘটনা। ঘটে প্রাণহানি।

গত ২৫ জুন বিকেলে মহানগরের নাইওরপুল পয়েন্টে এভাবেই নিষিদ্ধ সময়ের বেপরোয়া ট্রাক কেড়ে নেয় এক প্রবাসীর প্রাণ। তিনি মোটরসাইকেল চালিয়ে কুমারপাড়ার দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক (যশোর-ট-১১-৪৯৯১) সফিক আহমদ (৬২) নামের ওই কাতার প্রবাসীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। নিহত সফিক সিলেট মহানগরের আম্বরখানা বড়বাজার এলাকার ৭৩ নং বাসার মৃত হাসিম মিয়ার ছেলে।

মহানগরের বিভিন্ন এলাকার বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন- সিলেটে রাত ১০টার পর ট্রাক চলাচলের নির্দেশনা থাকলেও প্রতিদিনই দিনের বেলা ট্রাক চলাচল করতে দেখা যায়। বেপরোয়া ট্রাক প্রায় সময় ঘটায় প্রাণহানি। বিভিন্ন সময় মহানগরের ভেতর দিয়ে ট্রাক চলাচল বন্ধের দাবি উঠলেও বন্ধ হয়নি ট্রাক চলাচল। অভিযোগ রয়েছে- পুলিশকে ম্যানেজ করেই দিনের বেলা ও রাতে নির্ধারিত সময়ের আগে সিলেট মহানগরে ট্রাক চলাচল করে। তা না হলে বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশের সামনে দিয়ে কীভাবে এসব ট্রাক নিষিদ্ধ সময়ে চলে?

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম) মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে -কে বলেন- ‘রাত ১০টার পরে সিলেট মহানগরে ট্রাক চলাচলের নির্দেশনা তা অবশ্যই চালকদের মানতে হবে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে ট্রাফিক পুলিশের সংশ্লিষ্ট কর্তকর্তাকে নির্দেশ প্রদান করছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *