সিলেটের পশিমবাগে পারিবারিক কবরস্থানে শায়িত হবেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দেশের প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালেক।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) জাতীয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ গণমাধ্যমকে এ তথ্য জানান।
জানা যায়, ঢাকায় তার তিনটি জানাযা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানীর শ্যামলী কলেজ গেটের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বাদ জোহর তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। এছাড়া দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর শ্যামলী শাহী জামে মসজিদে। বাদ মাগরিব তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে মিরপুর ২ এর হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে।
এর আগে মঙ্গলবার সকাল ৯টা ৪০মিনিটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে মৃত্যুবরণ করেন প্রথিতযশা এ চিকিৎসক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেয়ার করুন