সিলেটে পুলিশের দ্বি মুখি মেট্রো আইন বাতিলের লক্ষ্যে সিএনজি লামাকাজী শাখার প্রতিবাদ সভা

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটে পুলিশের ‘মেট্রোপলিটন’ বা দ্বি মুখি আইন বাতিল করার লক্ষ্যে সিলেট জেলা অটোরিক্সা সিএনজি -৭০৭ উপ পরিষদ লামাকাজী শাখার উদ্যোগে প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথের লামাকাজী পয়েন্টে মেট্রো আইন বাতিল করার লক্ষ্যে মালিক, শ্রমিক ও এলাকার মুরব্বিয়ানদের অংশগ্রহণে আলোচনা এ প্রতিবাদ সভাটি অনুষ্টিত হয়।

সিলেট সিটি এলাকায় জেলার সিএনজির প্রতি নিষেধাজ্ঞা আরুপ করার প্রতিবাদ জানিয়ে সভাপতির বক্তব্যে ৭০৭ উপ পরিষদ লামাকাজী শাখার সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরাজ বলেন, দ্রুত গতিতে এই কালো আইন বাতিল করতে হবে, নতুবা মালিক শ্রমিক ও এলাকাবীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে।

লামাকাজী শাখার সাধারন সম্পাদক মো. আরশ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন (মালিক পক্ষের) বিশিষ্ট মুরব্বি আব্দুল খালিক চৌধুরী, শ্রমিক নেতা রমজান আলী, সিএনজি ২০৯৭ উপ পরিষদ গোলচন্দ বাজার শাখার সহ সভাপতি আমির হোসেন ছমির, লামাকাজী শাখার সাবেক সাধারন সম্পাদক নাসির উদ্দিন, সদস্য মিরাশ আলী, খয়ের মিয়া, নেছার আহমদ, সাদেক আলী, ফয়ছল আহমদ।

সভার শুরুতে পবিত্র কোরআন পাঠ মো. মিরাশ আলী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মাষ্টার আফতাব উদ্দিন, লামাকাজী শাখার সাবেক সভাপতি আব্দুস সত্তার, সহ সভাপতি আব্দুল লতিফ, সহ সাধারন সম্পাদক মুহিবুর রহমান, সাংগঠনিক মো. এরশাদ মিয়া, সদস্য নূর আহমদ, সুহেল আহমদ, সুনুর আলী, শহিদ, ময়না মিয়া, রিদওয়ান আহমদ, সুমন আহমদ, রিপন আহমদ, হাবিব মিয়া, মো. শায়েস্তা, আব্দুর রহমান, আব্দুল কালাম, মো. আলিমুর, মো. দবির মিয়া, বিলাল আহমদ, বেলাল মিয়া, মো. আজাদ মিয়া, মো. বারিক, হোসেন, মো. রাশেল আহমদ, মো. আলী হোসেন, সত্তার, সুহেল প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *