সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৩১ আসামি গ্রেফতার

সিলেট

সিলেটে ৩৬ ঘন্টার বিশেষ অভিযানে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ৩১ আসামি। গত ৩৬ ঘন্টায় জেলার ৭টি থানায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে।

থানাগুলো হলো- বিশ্বনাথ, ওসমানীনগর, গোলাগগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, জৈন্তাপুর ও গোয়াইনঘাট।

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার।

তিনি জানান, সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলাপুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া আসামির অনুপস্থিতিতে আদালতে বিচার প্রক্রিয়া যেন দীর্ঘসূত্রিতায় না গড়ায় সেজন্য গ্রেফতারি পরোয়ানা তামিলে জেলাপুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় গত ৩৬ ঘন্টায় সিলেট জেলার বিভিন্ন থানাপুলিশের অভিযানে ৫টি সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩১ আসামিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে বিশ্বনাথে ৬, ওসমানীনগরে ৬, গোলাগগঞ্জে ৮, বিয়ানীবাজারে ২, কানাইঘাটে ৪, জৈন্তাপুরে ২ ও গোয়াইনঘাটে ৩ জন। পরে তাদের আদালতে প্রেরণ করে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *