সিলেট মহানগরীর আম্বরখানায় সড়ক দুর্ঘটনায় এএসআই বোরহান (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রোববার (২৯ অক্টোবর) রাত ৯ টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এএসআই আম্বরখানা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইদুর রহমান সিলেট লাইনকে জানান, বোরহান ফাঁড়িতে আসার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে রওয়ানা হয়েছিলেন। ফাড়ির বিপরীত পাশে আসার পর অটোরিকশা থেকে নামতে গেলে দ্রুত গতিতে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার বাড়ি গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামে। তিনি এক সন্তানের জনক।
অটোরিকশা চালক ইউসুফকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। দুর্ঘটনার জন্য দায়ী পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।
শেয়ার করুন