প্রতিবন্ধী শিশু অভিভাবকদের নিয়ে “গার্ডিয়ান এসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড -(GASC) নাম দিয়ে সিলেটে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৯ জুন) শুক্রবার বিকাল ৪ টায় সিলেটের নয়াসড়কস্থ কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশু অভিভাবকদের এক সাধারণ সভায় GASC’র কমিটি উপস্থিত অভিভাবকদের সম্মতি নিয়ে অনুমোদিত হয়।
সভা জমির আহমদের সভাতিত্বে এবং মাসুদ রানা’র পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় জমির আহমদকে আহবায়ক এবং মো: খলিলুর রহমানকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন আব্দুল আলিম ভুঁইয়া, মাসুমা খানম, ইসমত জাহান, জামিল আহমদ চৌধুরী ও সাইফুল ইসলাম লিটন।
গঠিত আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে সভা থেকে সিদ্ধান্ত হয়।
সভায় সর্বসম্মতিভাবে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়।
এছাড়াও বিশেষ শিশুদের সামাজিক নিরাপত্তা প্রদান, পরিকল্পিতভাবে জীবনযাপনে উৎসাহ প্রদান, অভিভাবকদের মাঝে সুদৃঢ় সম্পর্ক স্থাপন, নিয়মিতভাবে অভিভাবকদের কর্মশালা আয়োজন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
শেয়ার করুন