সিলেটে প্রবাসীর ২০ কোটি টাকার দখলকৃত ভূমি পুনরুদ্ধার করে দিলো পুলিশ

সিলেট

সিলেট নগরের শিবগঞ্জ এলাকার মূল রাস্তার পার্শ্ববর্তী লন্ডন প্রবাসী পাচঁ ভাইয়ের ২০ কোটি টাকার ৯৮ ডিসিমেল ভূমি পুনরুদ্ধার করে দিয়েছে পুলিশ। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে মহানগর পুলিশ কমিশনার ভূমির মালিকের কাছে তা সমজিয়ে দেন।

জানা গেছে, শিবগঞ্জ এলাকার ওই ভূমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছিলেন আকরামুজ্জামান চৌধুরী নামের এক ব্যক্তি। মূলত জায়গা ভাড়া নিয়ে পরবর্তীতে নিজেকে মালিক দাবি করেন আকরামুজ্জামান। জোরপূর্বক তিনি গত পাচ বছর ধরে নানা টালবাহানায় ভূমির মূল মালিকদের বিতাড়িত করে সেখানে আরেক ব্যক্তির কাছে নার্সারি হিসেবে ভাড়া প্রদান করেন। কোন ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই প্রবাসী ভূমি মালিকদের হয়রানির মাধ্যমে তিনি মূলত জায়গাটি দখল করে রেখেছিলেন। তবে শেষ রক্ষা হয়নি।

সিলেট জেলা ও মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে নিজের দখল হওয়া জায়গা ফেরত পেয়েছেন জায়গার মালিক বিয়ানীবাজার নিবাসী আনোয়ার হোসেনরা। প্রবাসীদের বেদখল হওয়া এই ভূমি ফেরত পেতে মুখ্য ভূমিকা পালন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার রেজাউল করিম (পিপিএম)। মূলত তার উদ্যোগেই অবৈধ দখলদার থেকে মুক্ত করা হয় প্রায় বিশ কোটি টাকা মূল্যের এই সম্পত্তি। নিজের দোষ স্বীকার করে জোরপূর্বক দখলকারী আকরামুজ্জামান চৌধুরী ক্ষমা চাওয়ায় ও জায়গার কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মূল মালিকদের কাছে জায়গা ফেরত দেয় পুলিশ প্রশাসন।

গতকাল আনুষ্ঠানিকভাবে ভূমির মূল মালিকদের কাছে এই দখলকৃত ভূমি ফেরত দেওয়া হয়। এ সময় পুলিশ কমিশনার রেজাউল করিম (পিপিএম) উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে অবৈধ দখলবাজদের হুঁশিয়ারি দিয়ে বলেন” প্রবাসী অধ্যুষিত সিলেটে যে বা যারা অন্যের সম্পত্তি জোরপূর্বক দখল করে আছেন তাদের কাউকে ছাড় দেয়া হবেনা। যাদের নামে জায়গার মূল দলিল থাকবে শুধুমাত্র তারা ওই সম্পদের হকদার। যদি কারো জায়গা সম্পত্তি নিয়ে এরকম সমস্যা থাকে তাহলে যথাযথ কাগজ প্রদর্শন করলে পুলিশ সেগুলো উদ্ধারে জোর তৎপরতা চালাবে”।

এসময় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মাহফুজুর রহমান, ভূমির মালিক আনোয়ার হোসেন, এনায়েত হোসেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিসুন নূর, সাংবাদিক সভাপতি মঈন উদ্দিন, অবসরপ্রাপ্ত সেটেলমেন্ট কর্মকর্তা মোজাহারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বেদখল হওয়া ভূমি ফেরত পেয়ে ভূমির মালিক বিয়ানীবাজার নিদমপুর নিবাসী লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন জানান, গত পাচ বছর নানা জায়গা ঘুরেও তিনি কোথাও কারো সহযোগিতা পাননি।

তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রশংসা করে বলেন” প্রবাসীরা মনে করেন দেশে আইনের শাসন নেই,যা সম্পূর্ণরূপে একটি ভুল ধারণা। পুলিশ যে জনগণের সবচেয়ে কাছের বন্ধু তা আজ আবারো প্রমাণিত হলো। পুলিশ প্রশাসন এভাবে তৎপর থাকলে প্রবাসীরা দেশে নির্বিঘ্নে বিনিয়োগ করতে পারবেন,পাশাপাশি নিজেদের জায়গায় নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *