সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে বিপুল সংখ্যক ফেনসিডিলসহ সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০০ বোতলের ফেনসিডিল জব্দ করা হয়।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাকের পেকেরখাল এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোহেল নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন গনিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।সিলেটের পুলিশ সুপার মিডিয়া সেল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের তথ্য ও নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অফিসার ইনচার্জ রেফায়েত উল্লাহ টিম নিয়ে এক বিশেষ অভিযান চালায়। অভিযানে সোহেলকে ফেনসিডিলের চালানসহ গ্রেফতার করা হয়।এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্ক্রিয়াধীন রয়েছে।
শেয়ার করুন