সিলেটে বিএনপির আড়াইশ নেতা-কর্মীর বিরুদ্ধে আ.লীগের মামলা

সিলেট

ডেস্ক :: সিলেটে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার রাত ১২টার দিকে মহানগরের কোতোয়ালি থানায় মামলাটি করেন মহানগর আওয়ামী লীগের সদস্য জাহিদ সারওয়ার। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, এর আগে নগরের চৌহাট্টা এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত জরুরি সভা করে। সভা থেকে ‘বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের’ বিরুদ্ধে গত রোববার রাতে নগরের রিকাবীবাজার এলাকায় আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে নির্মিত বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের অভিযোগ করা হয়।

আওয়ামী লীগের ওই সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরই রাত ১২টার দিকে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাবে।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, উদ্দেশ্যমূলকভাবে এ মামলা করা হয়েছে। বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে নেতাকর্মীদের হয়রানি করতেই এ মামলা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *