সেলিম মাহবুব, ছাতকঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, ১৯ নভেম্বর সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে ছাতক- দোয়ারা বাজারের সকল নেতা- কর্মীকে একদিন আগেই সমাবেশ স্থলে পৌছাতে হবে। তিনি বলেন, আপনারা লক্ষ্য করেছেন আগে যেসব বিভাগে সমাবেশ হয়েছে সকল সমাবেশ বানচাল করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। পরিবহন ধর্মঘট দেয়া হয়েছে যাতে লোকজন সমাবেশ স্থলে যেতে পারেনি। কিন্তু তাদের সকল যড়যন্ত্র ব্যর্থ হয়েছে। মানুষ পায়ে হেটে,সাতার কেটে, নৌ-পথে সমাবেশে গিয়েছে। আমাদের এখানে ও বিভিন্ন যড়যন্ত্র চলছে। কাজেই পায়ে হেটে সমাবেশে যাওয়ার জন্য আমাদেরকে আগ থেকেই প্রস্তুতি নিতে হবে। শনিবার বিকেলে ছাতকস্থ দলীয় কার্যালয়ের সামনে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে ছাতক উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাতক পৌর বিএনপির আহবায়ক, জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুলের পরিচালনায় অনুষ্টিত সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ফজলুল করিম বকুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামসুর রহমান সামছু, বিএনপি নেতা হাজী আশিদ আলী, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক পীর ছায়াদুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য, আতাউর রহমান এমরান, বিএনপি নেতা তাজুল ইসলাম তালুকদার, আজর আলী মেম্বার, শাহ জাহান চৌধুরী আব্দুল্লাহ,
দিল হোসেন, শরিফ আহমদ, আলী হোসেন মানিক, জহির উদ্দিন, জগলু মিয়া, আব্দুর রহিম, পৌর যুবদলের আহবায়ক তারেক হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদার, এমরান আহমেদ, আব্দুল কাইয়ুম, ফখরুল আলম, আব্দুল মুনিম মামনুন, রাকিব আলী, আব্দুল কাইয়ুম, সেলিম আহমদ, ফজর আলী, ইজাজুল হক রনি, জয়নাল আবেদিন রফিক, কুতুব উদ্দিন, জিয়াউর রহমান, জাহাঙ্গীর হোসেন, মাহবুব আহমদ, এমদাদুল হক ইমন, আব্দুল বাকি মুহিত, স্বাচ্ছা আবেদিন, শরিফ উদ্দিন মাহিব, মাহিদ আহমেদ, সাহেদ ইয়াছিন, আব্দুল আজিজ ফয়সাল, সোনা আলী, আল আমিন তাশরিফ, নাইম আহমদ প্রমুখ। সভায় উপজেলা বিএনপি,যুবদল,কৃষকদল,শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##