সিলেটে বিজিবির উপর শ্রমিকদের হা ম লা, নেপথ্যে কী

সিলেট

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাংকারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপর হামলা চালিয়েছে পাথর শ্রমিকরা। মুলত পাথর বুঝাই নৌকা পানিতে ডুবানোকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত শ্রমিকরা নৌকার টাকার জন্য বিজিবির ৩ সদস্যকে বেশ কিছুক্ষণ সেখানে আটক করে রাখে।

৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর শুরু হয় ভোলাগঞ্জ বাংকারে জমি খুঁড়ে পাথর লুটপাট। বিষয়টি নিয়ে গত ২৫ নভেম্বর কোম্পানীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। সেখানে দায়িত্বে অবহেলার অভিযোগ তোলা হয় বিবিজি সদস্যদের উপর। পরবর্তী সময়ে ৫ ডিসেম্বর সিলেট জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ কোম্পানীগঞ্জ উপজেলায় উন্মুক্ত আলোচনা করতে আসেন এবং সে উন্মুক্ত  আলোচনায়ও পাথর লুটপাট এবং চাঁদাবাজি হচ্ছে মর্মে উপস্থিত অনেকে অভিযোগ তুলেন। গত ৭ জানুয়ারি উপজেলার নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যায় মাঠে এলাকাবাসীর সাথে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত কালাইরাগ গ্রামের একজন ছাত্র অভিযোগ করে বিজিবি বাংকারের প্রতিটি নৌকা থেকে ৫’শ টাকা নিয়ে পাথর লুটপাট করাচ্ছে।স্থানীয়রা জানান, ৫’শ টাকা ধীরে ধীরে কমে এখন ২’শ টাকায় এসেছে। চাঁদাবাজিতে পিচ্চি কামালের সাথে যোগ হয়েছেন করিম, নাজিম ও দুলাল। ৫ আগষ্টের আগে বাংকারে ১৪৪ ধারা জারি ছিল। আরএনবি’র পাশাপাশি বিজিবি সদস্যরাও বাংকার থেকে পাথর উত্তোলন করতে দিত না।

স্থানীয় শ্রমিকরা জানান, ১৫ এপ্রিল কালাইগর ক্যাম্পের নায়েক কবির, সৈনিক শহিদ ও সজিব বাংকার এলাকায় টহলে আসেন। এসময় তারা একটি পাথর বুঝাই নৌকা পানিতে ডুবিয়ে দেয়। এসময় নৌকার মালিক শামীম মিয়া বিজিবি সদস্যদের বলে আমি টাকা দিয়ে নৌকা এখানে পাথর লোড করেছি। আমার নৌকা কেন পানিতে ডুবালেন। এ বিষয়টির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় কয়েকজন শ্রমিক বিজিবির ৩ জন সদস্যকে বাংকার এলাকা থেকে যেতে দিচ্ছেন না। শ্রমিকরা বলছেন আপনাদেরকে টাকা দিয়েছি তাহলে আমাদের নৌকা কেন পানিতে ডুবালেন।বিজিবি কালাসাদেক কোম্পানি কমান্ডার জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ দেখতেছেন।কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, বিজিবির সাথে ঝামেলার বিষয়টি জানতে পেরে আমরা বুধবার বাংকার এলাকায় অভিযান চালিয়েছি। বিজিবির পক্ষ থেকে আমাদেরকে কিছু জানানো হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *