সিলেটে বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাত, গ্রেফতার ১

সিলেট

সিলেটের খাদিমপাড়া এলাকা থেকে বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে খাদিমপাড়া হিলভিউ টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম খালেদ আহমদ ওসমানী। তিনি খাদিমপাড়া হিলভিউ টাওয়ারের বাসিন্দা।
খালেদ আহমদ ওসমানী তার সহযোগী সুরজিত রায়কে নিয়ে এই প্রতারণায় আশ্রয় নেয়। এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন জকিগঞ্জের গনিপুর গ্রামের মো: বাহাউদ্দিন চৌধুরী। মামলা কোতোয়ালী সিআর ৬০১/২০২২।
মামলা সুত্রে জানা যায়, খালেদ আহমদ ওসমানী ও তার সঙ্গী সুরজিত রায় কানাডার পাঠানোর কথা বলে বাহা উদ্দিনের কাছ থেকে ২০১৭ সালের প্রথমে ৩ এপ্রিল তিন লাখ টাকা গ্রহণ করেন একই বছরে ২৪ জুলাই আরো ৩ লাখ ৮০ হাজার টাকা ও ২ মে ২ লাখ টাকা চেকের মাধ্যমে গ্রহণ করেন। কিন্তু কথামতো কানাডা পাঠাতে না পারায় মো: বাহা উদ্দিন অভিযুক্তদের কাছে টাকা, পাসপোর্ট ও চেক ফেরত চাইলে তারা এসব প্রদানে অনীহা প্রকাশ করেন।
মামলার বাদি বাহা উদ্দিনের অভিযোগ অভিযুক্ত ২ ব্যক্তির বিদেশে পাঠানোসহ নানা কৌশলে নিরীহ মানুষের কাছ থেকে বড় অংকের টাকা আত্মসাত করে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *