আগামীকাল বুধবার সমাবেশ করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুসারে ‘গণতন্ত্র হত্যা দিবসে’ ১০ দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
এই সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি জানান, যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার সিলেটে জেলা ও মহানগর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। নগরীর রেজিস্ট্রারি মাঠে বেলা আড়াইটায় শুরু হবে এই সমাবেশ।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন সমাবেশে বক্তব্য রাখবেন।
এদিকে, বিএনপির এই সমাবেশ সফল করার জন্য নেতা-কর্মী, সমর্থকসহ সবাইকে আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতির মাধ্যমে তিনি এই আহ্বান জানান।
শেয়ার করুন