সিলেটে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সিলেট

সিলেট বিভাগে প্রতিদিনই নতুন করে শনাক্ত হচ্ছেন ডেঙ্গু রোগী। ইতিমধ্যে এর সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ১ হাজার ৬৭ জন ডেঙ্গুতে সংক্রমিত হয়েছেন।
তবে, এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে নর্থইস্ট মেডিকেলে একজন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক জন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া একই সময়ে হাসপাতাল ছেড়েছেন আরও ৮ জন রোগী।
ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৬৭ জনের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩১ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১০ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ১৫ জন। অন্যদিকে এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৩৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারিতে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ওই মাসে সিলেটে তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরে ফেব্রুয়ারি–মার্চে না থাকলেও এপ্রিল–মে মাসে একজন করে শনাক্ত হন। জুন মাসে ৫৯ জন আক্রান্ত হলেও জুলাইয়ে ডেঙ্গু রূপ নেয় মারাত্মক আকারে। ওই মাসে আক্রান্ত হন ৩৮২ জন, আর গত মাসে (আগস্ট) ৫০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। আর সেপ্টেম্বর মাসের ১২ দিনে আক্রান্ত হয়েছেন ১১৪ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *