সিলেটে বেড়েছে শীতের প্রকোপ

সিলেট

বুধবার (১০ জানুয়ারি) সকাল থেকে সিলেটে নেই রোদের দেখা। কুয়াশা আর হিমেল হাওয়ায় সিলেটে বেড়েছে শীতের প্রকোপ। 

মঙ্গলবার রাতে শীতল বাতাস বইতে থাকায় শীত আরো বেশি অনুভূত হয়। মঙ্গলবার সিলেট অঞ্চলের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুইদিন শীত আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, শীত বাড়ার সাথে সাথে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড় করতে দেখা যায় ।পৌষ-মাঘ দুই মাস নিয়ে শীতকাল হলেও প্রকৃতির পরিবর্তনের কারণে সিলেটসহ সারাদেশে মাঘ মাসেই শীত বেশি অনুভূত হয়। বেশ কিছুদিন থেকে শীত অনুভূত হলেও জানুয়ারি মাসের শুরু থেকেই শীতের প্রকোপ বাড়তে থাকে ।

মঙ্গরবার সারাদিন হালকা কুয়াশা বিরাজ করে। রাতে হালকা হিমেল হাওয়া বইতে থাকায় শীত অনেক বেশি অনুভূত হয়। রাতে সিলেট শহরের তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে । বুধবার সকাল থেকেও সিলেটে নেই রোদের দেখা। বইছে হিমেল বাতাস।

সকালে দেখা যায় বেশ কুয়াশা। সকালে স্কুল কলেজের শিক্ষার্থী ও চাকুরী জীবীদের রাস্তায় দেখা গেলেও রোদ উঠা পর্যন্ত মানুষের চলাচল সীমিত থাকে।

শীতের শুরু সিলেটে হালকা গরম কাপড় পরলেও মঙ্গলবার থেকে অনেককেই ভারি গরম কাপড় পরে বাইরে বেরিয়েছেন। শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড়ের দোকানে ভিড় বাড়তে দেখা গেছে সবশ্রেণির মানুষের। রাস্তার পাশে গরিব মানুষদের আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায় ।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী ওমর তালুকদার জানান, সিলেটের তাপমাত্রা গতকাল (মঙ্গলবার) কিছুটা হ্রাস পেয়েছে। আগামী দুইদিন শীত একটু বাড়বে। প্রকৃতিতে থাকবে শীতের সাথে হালকা বাতাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *