সিলেটে ভূমিকম্প অনুভূত

সিলেট

সিলেটসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার(৩০ সেপ্টেম্বর)  ভোর  ৪ টা ২৪ মিনিটের সময় এই ভূমিকম্প অনুভূত হয়।

এদিকে ভূকম্পন শুরু হওয়ার পর নগরীর বাসাবা‌ড়ি লোকজনকে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। তবে  তাৎক্ষ‌ণিকভাবে কোনো ক্ষয়ক্ষ‌তির খবর পাওয়া যায়‌নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার ভোর ৪টা ২২ মিনিটে মাঝারি মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে।
আবহাওয়া অধিদফতরের (বিএমডি) অধীন সিসমিক অবজারভেটরি অ্যান্ড রিসার্চ সেন্টারের ইনচার্জ ইকবাল আহমেদ বলেন, রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী থেকে প্রায় ৪৭১ কিলোমিটার পূর্বে মিয়ানমারের মাওলাইক জেলায়।  এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে।  এর কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪০ কিলোমিটার গভীরে।

এর আগে গত মে মাসে ৪ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্প মিয়ানমারের ফালাম শহরে আঘাত হানে। বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্যাঞ্চলেও এর প্রভাব অনুভূত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *