সিলেটে মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন গোলাপগঞ্জের যুবক

সিলেট

রাসেল আহমদ,(গোলাপগঞ্জ প্রতিনিধি):::

সিলেটে মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন গোলাপগঞ্জের নুরুল ইসলাম দুলাল নামের এক যুবক। এ ঘটনায় ভুক্তভোগী যুবক এসএমপি সিলেটের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

নুরুল ইসলাম দুলাল পৌর এলাকার স্বরসতি গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।

জানাযায়, বৃহস্পতিবার (৫অক্টোবর) নুরুল ইসলাম সিলেট এয়ারপোর্ট কাষ্টমস থেকে প্রবাসী ভাইয়ের দেওয়া মালামালের ব্যাগ গ্রহন করে কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্ট থেকে দক্ষিন সুরমা থানাধীন বাস টার্মিনাল যাওয়ার জন্য অজ্ঞাতনামা একটি সিএনজি গাড়ীতে উঠেন। এসময় তিনি তাঁর হাতের ব্যাগটি গাড়িত পিছনে রাখেন। এরপর তাকে ওই সিএনজির ড্রাইভার বলেন একটা বিশ টাকার নোট দেওয়ার জন্য। এরপর গাড়িতে থাকা আরেক লোকের কাছ থেকে আরেকটি বিশ টাকার নোট দেওয়া হয় নুরুল ইসলামকে। এই টাকার নোট হাতের নেওয়ার পর নুরুল ইসলাম অস্বাভাবিক হয়ে যান। এরপর সিএনজি ড্রাইভার চৌহাট্টা পয়েন্টে এসে সিএনজি ড্রাইভার বাস টার্মিনাল যাবে না বলে নুরুল ইসলামকে নামিয়ে দেয়। নেমে কিছুক্ষণ তিনি অস্বাভাবিক থাকেন। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হলে তিনি বুঝতে পারেন যে তিনি মলম পার্টির খপ্পরে পড়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নুরুল ইসলাম দুলাল জানান, পরিকল্পিত ভাবে এই চক্রটি আমায় অস্বাভাবিক করে আমার সাথে থাকা ব্যাগটি নিয়ে পালিয়ে গেছে। ব্যাগটিতে আমার ভাইয়ের প্রবাস থেকে পাঠানো একটি স্মার্ট মোবাইল, বিদেশী কসমেটিক্স ও আমার মা রইছা বেগমের জাতীয় পরিচয়পত্র ছিল। এই চক্রটি প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *