সিলেটে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

সিলেট

ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ মে) সিলেট নগরীর সৈয়দ হাতিম আলী স্কুল অ্যান্ড কলেজ সুইমিং পুলে এ সাঁতার প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।

জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা মহীউদ্দীন শীরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হাতিম আলী স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সালমা বেগম, প্রধান শিক্ষক মো: আব্দুল মুনিম, ইউনিসেফের সিপিসিএম পলাশী মজুমদার, সিএফ আখি আক্তারসহ আরো অনেকে।

উক্ত প্রশিক্ষণে জেলা ক্রীড়া অফিস, সিলেটের ব্যবস্থাপনায় জার্সি, প্যান্ট ও সাঁতারের অন্যান্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *