স্টাফ রিপোর্টার : আসন্ন রমজান মাসের জন্য বিভিন্ন ধরনের মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সোমবার সন্ধ্যায় নগরভবনের সভাকক্ষে এক সভায় মাংসের দাম নির্ধারণ করে দেওয়া হয়। সভায় গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ১০০০ টাকা, মহিষ ৬৫০ টাকা, ছাগল/ভেড়া ৯৫০ টাকা, সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা, ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা দাম নির্ধারণ করা হয়।
এ ছাড়াও সভায় রমজান মাসের পবিত্রতা রক্ষা, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, সেহরি ও ইফতারের সময় সাইরেন বাজানো ব্যবস্থা সচল রাখা এবং পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত হয়।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে এবং সিলেট সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকারের পরিচালনায় সভায় সরকারি, বেসরকারি বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন