সিলেট মহানগরীতে মিছিল শেষে ফেরার পথে ইসলামী ছাত্র শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানাপুলিশ।
সোমবার দুপুরে নগরীর সুরমা মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
একটি মিছিল শেষে তারা দক্ষিণ সুরমা থেকে কিনব্রিজ হয়ে নগরীতে ফিরছিলেন।
তারা হলেন, কোম্পানীগঞ্জের হাদারপাড় এলাকার আব্দুল রশিদের ছেলে ফোরকান আহমদ, কুলাসাল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম সিদ্দিকী, বাঘারপাড়ের তেরাব আলীর ছেলে আবু সুফিয়ান সোহাগ, পশ্চিম বাঘারপাড়ের আব্দুল আল নাসিরের ছেলে মদিনাতুল মনোয়ার, দক্ষিণ বাঘারপাড় জান্ডাকুল এলাকার মো. আশিকুর রহমানের ছেলে হাবিবুর রহমান, চৌমুহনী বাজার এলাকার মো. আব্দুল্লাহ, গোয়াইনঘাটের সুন্দরগাঁও এলাকার তাহির রহমানের ছেলে ইয়াসিন আহমদ, একই এলাকার তাজ উদ্দিনের ছেলে মো. হাসান আহমদ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার মৌবাগী এলাকার মো. আব্দুল গফুরের ছেলে মো. আব্দুল্লাহ।
সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাহের বলেন, দক্ষিণ সুরমার বাবনা এলাকায় শিবির নেতাকর্মীরা মিছিল বের করে। কিনব্রিজ দিয়ে উত্তর সুরমায় আসার পর ৮ জনকে আটক করা হয়।
শেয়ার করুন