সোমবার (৬ মে) সকাল থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে। কোনো কোনো স্থানের উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এতে অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে।
জানা গেছে, সোমবার সকাল ৭টা থেকেই সিলেটজুড়ে তুমুল বৃষ্টি শুরু হয়। সকাল ১০টার দিকে খানিকটা থামলেও পৌনে ১১টা থেকে ফের শুরু হয় বৃষ্টি। এ রিপোর্ট লেখা (দুপুর ১২টা) পর্যন্ত সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছিলো।
এদিকে, জেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে গাছের শাখা-প্রশাখা ভেঙে পড়েছে, কোথাও বৈদ্যুতিক তার ছিঁড়েছে। ফলে সিলেটের বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে ঘর-বাড়ির টিনের চাল উড়ে গেছে। এতে বিপাকে পড়েছেন মানুষজন।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানিয়েছেন, সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় সিলেটে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
শেয়ার করুন