সিলেটে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানিয়ে দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
নির্দেশ অমান্য করে মাঠে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে পুলিশ।
অনুমতিপ্রাপ্তির আগেই নগরজুড়ে প্রচারপত্র বিতরণসহ শোডাউনে ব্যস্ত সময় পার করে জামায়াত।
শুক্রবার (১৪ জুলাই) সকালে সিলেট মহানগর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রেজিস্ট্রারি মাঠ পরিদর্শন করতে যান। এসময় পুলিশ তাদের ৭ নেতাকর্মীকে আটক করে।
আটক ৭ জনের মধ্যে ৫ জনের নাম-ঠিকানা পাওয়া গেছে। তারা হলেন- জেলার বিয়ানীবাজার উপজেলার খশির গ্রামের সিদ্দিক আহমদের ছেলে আজিজুল ইসলাম (৪৩), বালাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এএসএম রুবেল (২৩), কানাইঘাটের বড়দেশ গ্রামের আলী আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), সিলেট মহানগরের উত্তর বাগবাড়ি এলাকার মৃত এরফান উদ্দিনের ছেলে আবুবকর সিদ্দিক (৫৮) ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাগেরকোনা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে সাইদুল ইসলাম (৩৮)।
এছাড়া শুক্রবার সকাল থেকে রেজিস্ট্রারি মাঠ এলাকায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা কুইক রেন্সপন্স টিমও (সিআরটি)।
বাংলাদেশে নানা কারণে বিতর্কিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। নামের সঙ্গে ‘ইসলাম’ শব্দ যুক্ত থাকলেও শুরু থেকেই ধর্মীয় বিভিন্ন ইস্যুতে বিতর্ক ও বিভ্রান্তি সৃষ্টি করা এ দলকে ভালোভাবে নেননি উপমহাদেশের মূলধারার আলেমরা। এছাড়া দেশের মহান স্বাধীনতা-সংগ্রামের প্রশ্নে দলটি বিপরীত পক্ষ অবলম্বন করায় রাজনৈতিকভাবেও তারা কোনঠাসা।
এ অবস্থায় গত এক যুগ ধরে জামায়াত সারা দেশেই ধীরে ধীরে অনেকটা অপ্রকাশ্য হয়ে পড়ে। দেশজুড়ে নেতাকর্মীরা দলীয় কার্যক্রম পরিচালনা করছিলেন বেশ গোপনে। সর্বোপরি দলটির নিবন্ধন ঝুলে আছে আইনি জটিলতায়। তাই গত এক দশকেরও বেশি সময় ধরে সিলেটসহ সারা দেশে ছোটখাটো ঝটিকা মিছিল আর কাগুজে বিবৃতি ছাড়া জামায়াতে ইসলামী প্রকাশ্যে আসেনি।
তবে সাম্প্রতিক সময়ের যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে পুঁজি করে গত ১০ জুন ঢাকায় পুলিশের অনুমতি নিয়ে অনেকটা বড় সমাবেশ করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে দলটি। ঢাকার পর এবার সিলেটে বিভাগীয় সমাবেশ করে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা চালাচ্ছিলো জামায়াত। কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ১৫ জুলাই (শনিবার) বেলা ২টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার অনুমতি চেয়ে গত ৫ জুলাই সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার বরাবারে আবেদন করে জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা।
অনুমতির বিষয়ে এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ (বিপিএম-বার, পিপিএম) শুক্রবার বিকেলে বলেন- ‘সিলেটে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না, এটাই চূড়ান্ত। নির্দেশ অমান্য করে জামায়াত-শিবির মাঠে নামলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শেয়ার করুন