সিলেটে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশুর আকস্মিক মৃত্যু

সিলেট

সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু মারা গেছেন। আজ শনিবার ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মৃত্যুকালে মিশুর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলেসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।

মিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

তিনি জানান, আজ ভোরে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যায় মিশুর। দ্রুত তাকে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রজত আরও জানান, আজ মাগরিবের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গনে মিশুর জানাজা সম্পন্ন হবে।

মিশফাক আহমেদ মিশুর আকস্মিক মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *