সিলেটে স্বল্পমূল্যে পণ্য পাবেন ৪ লাখ ৬২ হাজার কার্ডধারী

সিলেট

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্বল্পমূল্যে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ মঙ্গলবার সকালে ঢাকায় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছেন।

সংশ্লিষ্টরা জানান, সিলেট বিভাগে টিসিবির স্বল্পমূল্যের পণ্য পাবেন ৪ লাখ ৬২ হাজার ৫২১ জন কার্ডধারী ব্যক্তি।

জানা গেছে, কার্ডধারী প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি কিনতে পারবেন।

সয়াবিন তেল ১১০ টাকা লিটার, মসুর ডাল ৬৫ টাকা কেজি, চিনি ৫৫ টাকা কেজি, পেঁয়াজ ২০ টাকা কেজি দরে বিক্রি করছে টিসিবি। এর মধ্যে পেঁয়াজ টিসিবির সব ডিলারের কাছে পাওয়া যাবে না। শুধুমাত্র সিটি করপোরেশন এলাকায় এবং টিসিবির আঞ্চলিক কার্যালয়-সংশ্লিষ্ট জেলাগুলোয় বিক্রি হবে পেঁয়াজ।

জানতে চাইলে টিসিবি সিলেট আঞ্চলিক কর্মকর্তা মো. ইসমাইল মজুমদার সিলেটভিউকে বলেন, ‘সিলেট বিভাগে আমাদের ২১৭ জন ডিলার আছেন। আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে পণ্য বিক্রি শুরু হলেও গতকাল সোমবার থেকে মৌলভীবাজার ও হবিগঞ্জে আমাদের ডিলাররা পণ্য বিক্রি শুরু করেছেন। ডিলাররা নির্দিষ্ট দোকানে পণ্য বিক্রি করবেন।’

তিনি বলেন, ‘সিলেট ও সুনামগঞ্জ ঝেলায় প্রক্রিয়াগত কিছু জটিলতায় পণ্য বিক্রি শুরু হয়নি। শিগগিরই বিক্রি শুরু হবে।’

ইসমাইল মজুমদার জানান, সিলেট বিভাগে টিসিবির কার্ডধারী আছেন ৪ লাখ ৬২ হাজার ৫২১ জন। তন্মধ্যে সিলেট জেলায় ১ লাখ ৮৩ হাজার ৩৬৩ জন, সুনামগঞ্জে ১ লাখ ১৪ হাজার ৯১২ জন, মৌলভীবাজারে ৭২ হাজার ৪২৬ জন এবং হবিগঞ্জে ৯১ হাজার ৮২০ জন কার্ডধারী আছেন। এর বাইরে কেউ টিসিবির পণ্য কিনতে পারবেন না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *