সিলেট ও চট্টগ্রামও সৌদি ভিসা সেন্টার স্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
এ ছাড়া অ্যাপের মাধ্যমে ঘরে বসেই আঙুলের ছাপ নেওয়ার বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানান তিনি।
সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভিসা সেন্টার পরিদর্শনকালে সৌদি রাষ্ট্রদূত এসব কথা জানান।
এ সময় রিক্রুটিং এজেন্টদের সংগঠন বায়রা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যমুনা ফিউচার পার্কে দেশটির ভিসা সেন্টারের সক্ষমতা বাড়ানো হবে বলেও জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত।
সংশ্লিষ্টরা জানান, প্রয়োজনের তুলনায় ভিসা সেন্টার কম হওয়ায় সৌদি গমনেচ্ছুদের আঙুলের ছাপ দিতে বেগ পেতে হচ্ছে। গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে আঙুলের ছাপ প্রদান প্রক্রিয়া। দৈনিক পাঁচ হাজার ভিসার অনুমোদন দিলেও আঙুলের ছাপ দিতে পারছেন মাত্র আড়াই হাজার।
শেয়ার করুন