সিলেটে হবে ভারী বৃষ্টি

সিলেট

সপ্তাহখানেক ধরে তীব্র গরমে পুড়ছে সিলেট। ৩৫ ডিগ্রি সেলসিয়ারে নিচে তাপমাত্রা নামছেই না। ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।

আবহাওয়া অফিস বলছে, সিলেটে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এজন্য অপেক্ষা করতে হবে আগামী শনিবার অবধি।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ৭ জুলাই থেকে সিলেটে তাপমাত্রা ক্রমেই বাড়তে থাকে। ৭ থেকে ৯ জুলাই প্রতিদিন সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর ১০ জুলাই ৩৫ দশমিক ৩ ডিগ্রি, ১১ জুলাই ৩৫ দশমিক ৫ ডিগ্রি, ১২ জুলাই ৩৬ দশমিক ৪ ডিগ্রি ও ১৩ জুলাই ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আজ বৃহস্পতিবারও তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আছে।

আবহাওয়াবিদরা বলছেন, সাগরে লঘুচাপের কারণে এখন উত্তপ্ত আবহাওয়া বিরাজ করছে। তবে শনিবার থেকে কমতে পারে তাপমাত্রা।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী  বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হচ্ছে। ফলে উত্তপ্ত আবহাওয়া বিরাজ করছে। আগামী শনিবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ওই দিন থেকে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার সিলেটে ও সোমবার সুনামগঞ্জে ভারী বৃষ্টি হতে পারে বলেও আভাস দিয়েছেন এই আবহাওয়াবিদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *