সিলেট মহানগরীর মির্জাজাঙ্গালে একটি দোকানে নিষিদ্ধ ‘রেডবুল’ বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ মাঠা ও শিশু খাদ্য বিক্রির দায়েও ওই দোকানকে জরিমানা করা হয়।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
একই অভিযানে মহানগরীর জল্লারপাড় এলাকায় দুটি ফার্মেসিকে আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি ওষুধ নিজস্ব মূল্য বসিয়ে বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া।
অভিযানে সহায়তা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ও স্থানীয় বাজার কমিটির সদস্যরা।
অভিযানকালে ব্যবসায়ীদের ভোক্তা-স্বার্থ সংরক্ষণ ও আইনকানুন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে প্রচারণামূলক লিফলেট-পাম্পলেট বিতরণ করা হয় ।
শেয়ার করুন