সিলেটে হোটেলের বোর্ডারকে নি র্যা ত ন, ৩ স্টাফ গ্রে প্তা র

সিলেট

সিলেটে আবাসিক হোটেল বোর্ডারকে আটক করে শারীরিক নির্যাতনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানাপুলিশ।

 

শুক্রবার দিবাগত গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের দিরাই থানার জগদল ইউনিয়নের নগদীপুর গ্রামের অমমৃত মিয়ার ছেলে মো. চুনু মিয়া (৩৬), জগন্নাথপুর থানার বড়কাপন এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল মুনিব (২৪), সিলেটের কানাইঘাট থানার লন্তিরমাটি গ্রামের কবির উদ্দিনের ছেলে তানভীর আলম (২৬)।

তারা সবাই বন্দরবাজারের সিটিহাট আবাসিক হোটেলের স্টাফ হিসাবে কর্মরত হলেও তাদের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তারা জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সিটি হাট হোটেলের দ্বিতীয় তলার ১০৫নং রুমে অবস্থান নেন জনৈক রুহুল আমীন (২৭)। রুমের বাথরুমের ট্যাপ নষ্ট, দুর্গন্ধসহ বসোবাসের অনুপযোগী হওয়ায় তিনি রুম পরিবর্তনের জন্য অনুরোধ করেন। কিন্তু স্টাফ তিনজনই তার সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি তখন হোটেল ছেড়ে যেতে চাইলে তারা তাকে আটকে মারধোর করে এবং সঙ্গে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে হোটেল থেকে বের করে দেয়।

তিনি কোতোয়ালী মডেল থানায় গিয়ে অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষনিক ওই হোটেলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

তাদের বিরুদ্ধে অভিযোগ (নং ৪১/১৮/১০/২৫) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *