সিলেটের ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কটালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আব্দুল মুমিন (২৩)। তিনি কটালপুর গ্রামের রেখন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাফায়াত হোসেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে পাশের বাড়িতে গাছের ঢাল কাটতে গাছে উঠলে সিলেট ফিডারের ১১ হাজার ভোল্টের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হোন তিনি।পরে তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
শেয়ার করুন