সিলেটে ১২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সিলেট

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। এই নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ হবে ২ জুন (শুক্রবার)। এর আগে আজ বৃহস্পতিবার (১ জুন) ছিলো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সর্বমোট ১২ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে কোনো মেয়র প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি।

এ অবস্থায় আগামি ২১ জুনের নির্বাচনে ৭ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। এছাড়া ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৭৩ জন। ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে কোন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার না করায় নারী কাউন্সিলর পদে ৮৭ জনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মনোনয়ন প্রত্যাহার করা কাউন্সিলর প্রার্থীরা হলেন, ৪১ নং ওয়ার্ডের শাহীন আহমেদ ও আল আমিন, ৩৩ নং ওয়ার্ডের আব্দুস সবুর চৌধুরী, ১৩ নং ওয়ার্ডের সুমন আহমদ, ৭ নং ওয়ার্ডের আলম হোসেন আলম, ১৪ নং ওয়ার্ডের তপু গনি, ১৮ নং ওয়ার্ডের মো. সাজুয়ান আহমদ, ২৩ নং ওয়ার্ডের তারেক আহমদ, ২৯ নং ওয়ার্ডের মো. আতাউর রহমান, ৩৪ নং ওয়ার্ডের এনামুল কবির চৌধুরী, ৩৬ নং ওয়ার্ডের এস এম আলী হোসেন ও ৪২ নং ওয়ার্ডের বদরুল ইসলাম।

এদিকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা হলেন, মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মো. ছালাহ উদ্দিন রিমন এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়া।

শুক্রবার প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।

সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *