সিলেটে ২১ কোটি টাকার মাদক ধ্বংস

সিলেট

সিলেটে প্রায় ২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে গত দেড় বছরে এসব মাদক উদ্ধার করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের ১৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিজিবির উপ-মহাপরিচালক ও জিএইচ এম সেলিম হাসান ধ্বংসকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোশাররফ হোসেন।

বিজিবি জানায়, ২০২১ সালের ১ মার্চ থেকে চলতি বছরের ৪ অক্টোবর পর্যন্ত ভারত থেকে সীমান্ত পথে অবৈধভাবে নিয়ে আসা মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করে বিজিবি।

আজ ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলোর মধ্যে ৬৫ হাজার ৬০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, ৯ হাজার ৫৬৭ বোতল ফেন্সিডিল, ৫ হাজার ৮৬ পিস ইয়াবা রয়েছে।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

বিজিবির উপ-মহাপরিচালক ও জিএইচ এম সেলিম হাসান জানান, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে বিজিবির তৎপরতা আরা বাড়ানো হয়েছে। মাদকের বিরুদ্ধে সক্রিয় রয়েছে বিজিবি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *