সিলেটে ২ টাকায় শীতের শপিং, সুবিধাবঞ্চিতদের পাশে ‘নিঃস্বার্থ পরিবার’

সিলেট

সিলেটে মানবতার আহ্বানে সাড়া দিয়ে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সামাজিক সংগঠন ‘নিঃস্বার্থ পরিবার’-এর উদ্যোগে ‘২ টাকায় শীতের শপিং’ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। যেখান থেকে মাত্র দুই টাকার বিনিময়ে শীতবস্ত্র সংগ্রহের সুযোগ পেয়েছেন অসহায় মানুষ।সিলেটে মানবতার আহ্বানে সাড়া দিয়ে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সামাজিক সংগঠন ‘নিঃস্বার্থ পরিবার’-এর উদ্যোগে ‘২ টাকায় শীতের শপিং’ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে নগরীর ক্বীন ব্রিজ সংলগ্ন ঐতিহ্যবাহী সারদা হলের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘মানবিক উদ্যোগই সমাজকে এগিয়ে নেয়। পরিবর্তিত বর্তমান বৈষম্যহীন সমাজে নিঃস্বার্থ পরিবারের এধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরো শক্তিশালী করবে। সমাজের হতদরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। এতে একদিকে অসহায় মানুষ উপকৃত হবে অপরদিকে সামাজিক বন্ধন সুদৃঢ় হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক এসএমপি সিলেটের সভানেত্রী সিদরাতুল মুনতাহা, এসএমপির উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ সাইফুল ইসলাম, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মোহাম্মদ আব্দুল কাদির, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যকরী সদস্য পারভেজ আহমেদ ও স্বদেশ বাণী যুব সঙ্ঘের সভাপতি আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিত্ব অংশ নেন। আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেন।

আয়োজকরা জানান, শীত মৌসুমে কেউ যেন শীতের কষ্টে না থাকে এই লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‘২ টাকায় শীতের শপিং’ কার্যক্রমের মাধ্যমে মাত্র দুই টাকার বিনিময়ে শীতবস্ত্র সংগ্রহের সুযোগ পেয়েছেন অসহায় মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *