সিলেটে ৭৮ হাইড্রোলিক হর্ন জব্দ, ৩৯ যানবাহনকে জরিমানা

সিলেট

­
সিলেটে শব্দদূষণ বিরোধী অভিযানে ৭৮টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ৩৯টি যানবাহনকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ বাইপাস মোড়ে এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। এতে সহযোগিতা করে হাইওয়ে পুলিশ।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল থেকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস মোড়ে শব্দদূষণ বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৩৯ যানবাহনের বিরুদ্ধে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৪০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ৭৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। অভিযানের সময় শব্দদূষণের কুফল সংক্রান্ত প্রচারপত্র বিলি করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. বদরুল হুদা, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, পরিদর্শক মো. মামুনুর রশিদ, গবেষণাগার সহকারী মুহাম্মদ শাহাদৎ হোসেন উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ওই জরিমানা করা হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *