সিলেট নগরীর কুমারপাড়াস্থ সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলে উন্নত প্রযুক্তির কম্পিউটার প্রদান করেন ফিনল্যান্ড প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাজ্জাদুর রহমান মুন্না।
তিনি আজ বৃহস্পতিবার কম্পিউটারটি হস্থান্তর করেন সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক জনাব মজিবুর রহমান এর কাছে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল গনি হিমন,সিলেট লাইন ২৪ ডটকমের প্রধান সম্পাদক মোঃসারওয়ার খান,ব্যবস্থাপনা সম্পাদক শাখাওয়ত হোসেন সাজু,শিফাতুল আলম রবিন,হিরা গুলজান একাডেমীর প্রিন্সিপাল ইফতেখার শামীম।
শেয়ার করুন