
জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর)) বাদ আসর সরকারী আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেন। এর আগে এ উপলক্ষে আয়োজকরা দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে গায়েবানা জানাজার নামাজে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
শহীদ শরীফ ওসমান হাদী জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাঁর শাহাদাত জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। গায়েবানা জানাজায় উপস্থিত থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫