সিলেট গণসমাবেশ সফল করার লক্ষে মাধবপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্টিত

হবিগঞ্জ

রিংকু দেবনাথ
মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

১৯ নভেম্বর সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে বিএনপির গণ সমাবেশকে সফল করার লক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে শনিবার বিকালে স্থানীয় একটি কনভেশন সেন্টারে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। পৌর বিএনপির সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, সহসভাপতি আরজু মিয়া মেম্বার, পৌর বিএনপির সহসভাপতি গোলাপ খান, যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান খাঁন, কাউন্সিলর বাবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক ও চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল, বিএনপি নেতা মোস্তফা কামাল বাবুল, বজলুর রহমান ভ’ইয়া, এড়. লিটন শাহ, মোঃ জাহাঙ্গীর মিয়া, আমজাদ আলী শাহীন, আব্দুল কাইয়ুম, মর্তুজ আলী, অনু মিয়া, আলফাজ মিয়া, আবুল হোসেন, কাউসার মিয়া, আব্দুর রাজ্জাক, শামীম মিয়া, জয়নাল আবেদীন, খয়েরউদ্দিন, দিয়ারিশ মিয়া, এড. সাজিদুর রহমান সজল, জসিমউদ্দিন, আওলাদ হোসেন, যুবদল নেতা মোঃ এনায়েত উল্লাহ, কবির খান চৌধুরী, কাউন্সিলর আবজাল পাঠান, এমদাদুল হক সুজন, জসিম শিকদার, রুবেল মিয়া, সোহেল, কৃষক দলের নেতা মুখলেছুর রহমান সোহেল, স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম চৌধুরী, আল আমিন, আলমগীর কবির, ছাত্রদল নেতা মোঃ মারুফ মিয়া, হোসাইন আহম্মদ, হুমায়ুন কবির প্রমুখ। বক্তাগণ সিলেট বিএনপির গণ সমাবেশ সফল করার লক্ষে ঐক্যবন্ধ হয়ে কাজ করার অঙ্গিকার করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *