
আগামী দিনে ইনসাফ ও ঐক্যের বাংলাদেশ গঠনে ৮ দলের সাথে থাকুন
—এহসানুল মাহবুব জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাই বিপ্লব হয়েছে বৈষম্য বিলোপ করে ঐক্য ও ইনসাফ কায়েমের প্রতিশ্রুতি নিয়ে। কিন্তু বর্তমানে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী দেশ ও জাতির স্বার্থ উপেক্ষা করে বিভক্তি-বিভাজনের পথে হাঁটছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইনসাফ কায়েম করতে চায়। এরই প্রক্রিয়া হিসেবে ইতোমধ্যে ৮ দলের সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, ৮ দলের এই ঐক্য বিভক্তি-বিভাজনের বিপক্ষে দেশবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই আগামী দিনে ইনসাফ ও ঐক্যের বাংলাদেশ গঠনে ৮ দলের সাথে থাকুন।
তিনি ৬ ডিসেম্বর ৮ দল আহুত বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সিলেটবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ২২ নভেম্বর শনিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় মজলিসে শূরার ভোটগ্রহণ উপলক্ষে আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হাফেজ আনওয়ার হোসাইন খান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ, জেলা কর্মপরিষদ সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল কুদ্দুছ, মাস্টার নূরুল ইসলাম প্রমুখ।
শেয়ার করুন


