সিলেট জেলা জাসদ সভাপতি লোকমানের বাসভবনে সন্ত্রাসী হামলার নিন্দা

সিলেট

সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ এর আম্বরখানা বড়বাজারস্হ বাসভবনে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী-পেশার সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার (২১ জুন) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিনা উস্কানিতে জননেতা লোকমান আহমদ এর বাসভবনে সন্ত্রাসী হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসী হামলা সাথে যুক্ত ও তাদের মদদ দাতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোঃ আরশ আলী, সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ,আইডিয়ার প্রধান নির্বাহী নজমুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অম্বরিষ দত্ত, নাগরিক মৈত্রীর সমর বিজয় শেখর, ন্যাপ ঐক্য সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল,সিপিবি জেলা সভাপতি ফরহাদ হোসেন,গণতন্ত্রী পার্টি জেলা মোঃ আরিফ মিয়া, জাসদ মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ,বাসদ(মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি সিকান্দর আলী,বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সাম্যবাদী দলের ব্রজগোপাল চৌধুরী,কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, ন্যাপ ঐক্য সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন,জাসদ জেলা সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী,জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাছান , বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব,বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট রণেন সরকার রণি প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *