সিলেট জেলা পরিষদের ৬নং ওয়ার্ডে উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪ প্রার্থী

সিলেট

স্টাফ রিপোর্টার:

আগামী ২৭ জুলাই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)’র মাধ্যমে অনুষ্ঠিত হবে সিলেটের জেলা পরিষদের ৬নং (বিশ্বনাথ) ও ১২নং (কানাইঘাট) ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে বৃহস্পতিবার (৪ জুলাই) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই ওয়ার্ডের ৭ জন প্রার্থী। এরমধ্যে ৬নং (বিশ্বনাথ) ওয়ার্ডে ৪ জন এবং ১২নং ওয়ার্ডে (কানাইঘাট) ৩ জন প্রার্থী ওই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। ওই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বিশ্বনাথ উপজেলা, পৌরসভা ও ৮টি ইউনিয়নের সকল জনপ্রতিনিধিগণ।
সিলেট জেলা পরিষদের ৬নং (বিশ্বনাথ) ওয়ার্ডে সদস্য পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- সিলেট জেলা পরিষদের ৬নং (বিশ্বনাথ) ওয়ার্ডের সাবেক সদস্য ও জাতীয় পার্টি নেতা সহল আল রাজী চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ, যুবলীগ নেতা আকতার হোসেন।

অন্যদিকে পরিষদের ১২ নং (কানাইঘাট) ওয়ার্ডে সদস্য পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- বেলাল আহমদ, আলমাছ উদ্দিন, ইমাম উদ্দিন চৌধুরী।
তফসিল অনুযায়ী, সিলেট জেলা পরিষদের ৬নং ও ১২নং ওয়ার্ডের উপ-নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ৫ জুলাই, বাছাইয়ে রিটার্ণিং কর্মকর্তার সিদ্ধান্তের আপিল দায়ের ৬-৮ জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ২৭ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)’র মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোট গ্রহন।
এদিকে, জেলা পরিষদের ৬নং (বিশ্বনাথ) ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দিতা করতে বৃহস্পতিবার (৪ জুলাই) সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শামীম আহমদ, ৩নং সংরক্ষতি ওয়ার্ডের মহিলা কাউন্সিলর লাকী বেগম, রামপাশা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আফিজ আলী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *