রাসেল আহমদ, (গোলাপগঞ্জ প্রতিনিধি);
জেলা পরিষদ নির্বাচন সাধারণ সদস্য পদে ৭নং ওয়ার্ড গোলাপগঞ্জ থেকে ফয়জুল ইসলাম ফয়ছল ও হাসিনা বেগম বিজয়ী হয়েছেন। সোমবার বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ড.জুনায়েদ কবির।
ফলাফলে জানা যায়, সদস্য পদে বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন পৌর এলাকার দাড়িপাতন গ্রামের মো. ফয়জুল ইসলাম ফয়ছল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদেপাশা ইউনিয়নের কেওটকোনা গ্রামের অ্যাডভোকেট এম. মুজিবুর রহমান মুজিব তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ ভোট।
পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামের মো. ফজলুর রহমান জসিম ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ ভোট ও বাঘা ইউনিয়নের রুস্তমপুর গ্রামের স্যায়িদ আহমদ সুহেদ অটোরিক্সা প্রতীক নিয়ে ২৫ ভোট পেয়েছেন।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ফুটবল প্রতীকে হাসিনা বেগম ১১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিয়ানীবাজার উপজেলার রোমানা আফরোজ মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ ভোট ও আঙ্গুরা গ্রামের সালমা রহমান টেবিলঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১১ ভোট পেয়েছেন।
৭নং ওয়ার্ডে মোট ভোটার ১৫৯। এরমধ্যে জমা পড়েছে ১৫৬ ভোট। বাতিল হয়েছে ১টি। ৩ জন ভোটার রয়েছেন প্রবাসে
শেয়ার করুন