সিলেট দুইটি আসনে চমক

সিলেট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনের জন্য নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করছে আওয়ামী লীগ।

রোববার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে বৃহস্পতি ও শুক্রবার দু’দিনে চূড়ান্ত করা হয় অন্য ছয় বিভাগের প্রার্থীর নাম।

সিলেটের ৬ আসনের আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষান হয়েছে, যেখানে নতুন মুখ রয়েছে দুইট। সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী ও সিলেট-৫ আসনে মাসুক উদ্দিন আহমদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

সিলেট ৬টি আসনের মনোনীত প্রার্থীরা হলেন-

সিলেট-১ আসনে ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনে ইমরান আহমদ, সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ ও  সিলেট-৫ আসনে মাসুক উদ্দিন আহমদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *