সিলেট সিটি কর্পোরেশ নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, একটি শহরের প্রাণ হচ্ছে শহরের পাড়া ও মহল্লাগুলো।
সুস্থ, সচল ও আধুনিক সিলেট নগরী গড়তে গেলে প্রতিটি এলাকা, পাড়া-মহল্লাকে আলাদাভাবে নজর দিতে হবে। প্রতিটি এলাকাভিত্তিক সমস্যা শনাক্ত করে সেগুলোর স্থায়ী সমাধানের মধ্য দিয়ে এলাকার উন্নয়ন ও আধুনিকায়ন করাটা অত্যন্ত জরুরি।
শুক্রবার (৩১ মার্চ) সিলেট নগরীর বৃহত্তর টুকেরবাজার এলাকার ৩৯ নম্বর ওয়ার্ডের পিরপুর জামে মসজিদে পবিত্র জুমার নামাজে মুসল্লিদের সাথে কুশল বিনিময় শেষে স্থানীয় পিরপুর গ্রামে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, আমি গত কয়েকদিন এই এলাকার আনাচে-কানাচে বিচরণ করেছি। সাধারণ মানুষের সাথে কথা বলে বিভিন্ন সমস্যার কথা শুনেছি। ইনশাআল্লাহ যদি সুযোগ পাই, এই অবহেলিত ওয়ার্ডের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, পিরপুর জামের মসজিদের মোতওয়াল্লি নেওয়াজ উদ্দিন, সাহাব উদ্দিন, ফারুক আহমদ, এনামুল মেম্বার, আব্দুল হান্নান মাস্টার, মোস্তাক আহমদ, তৌহিদ কুদ্দুছ, কবির আহমদ, জাবেদ আহমদ, তোফায়েল আহমদ, সাকের আলী, রাজু আহমদ, ইমরান আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেয়ার করুন