নগরে জলাবদ্ধতা,বৃষ্টিতেই নাস্তানাবুদ সিলেট

সিলেট

আধাঘন্টার বৃষ্টিতে  সিলেট নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। আজ শনিবার রাতে ভারী বর্ষণে নগরের বিভিন্ন পাড়া–মহল্লার বাসাবাড়িতে পানি প্রবেশের খবর পাওয়া গেছে। এ ছাড়া খাল ও ছড়াগুলোতে পানি উপচে পড়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। পানি বৃদ্ধি পেয়েছে সিলেট শহরের বুক চিড়ে বয়ে যাওয়া সুরমা নদীর।

নগরের লামাবাজার, শিবগঞ্জ, সেনপাড়া, সোনাপাড়া, শাহজালাল উপশহর, মেন্দিবাগ, তোপখানা, কাজলশাহ, লালাদীঘির পাড়, আম্বরখানা এলাকায় অতিবৃষ্টির ফলে জলাবদ্ধতা দেখা গেছে। ওই সব এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়,  রাতে টানা বৃষ্টির ফলে বাসাবাড়ি ও সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দিবাগত রাত ১২ ঃ০০ টার  দিকে বৃষ্টি কমে গেলে পানি নামতে শুরু করে।

সোনাপাড়া এলাকার বাসিন্দা লাকি বেগম বলেন, রাতের বৃষ্টিতে ঘরের ভেতরে পানি প্রবেশ করে। পরে ঘরের আসবাবসহ অন্যান্য সামগ্রী উঁচু জায়গায় তুলে রাখতে হয়েছে। সোনাপাড়া এলাকা অপেক্ষাকৃত নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয় বলে জানান তিনি। লালাদীঘির পাড় এলাকার বাসিন্দা আসমা আক্তার বলেন, গতকাল রাত ১১ঃ৩০ দিকে হঠাৎ ঘরের সামনে পানি জমতে শুরু করে।  একটু পরে ঘরের সামনের পানি কিছুটা ঘরের ভেতরে প্রবেশ করে। সেগুলো বালতিতে ফেলতে হয়েছে। তবে কিছুক্ষণ পর পানি কমে গেছে বলে জানান তিনি।

নগরের এলাকা মেন্দিবাগ, কুশিঘাট, তোপখানা, কালীঘাট, শেখঘাট এলাকায় দেখা গেছে  পানি দোকানে ডিকে গেছে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *