সিলেট বিআরটিএ অফিসে ঝটিকা অভিযান, দুই দালালকে জরিমানা

সিলেট

সিলেটের বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) অফিসে দালালদের দৌরাত্ম ওপেন সিক্রেট বিষয়। মাঝে-মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও অদৃশ্য শক্তিবলে দালালরা পুরোদমে চালিয়ে যায় তাদের অপকর্ম। এতে চরম হয়রানির শিকার হন সিলেট বিআরটিএ অফিসে সেবা নিতে আসা লোকজনকে। 

তবে সোমবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে সিলেট বিআরটিএ অফিসে ঝটিকা অভিযান চালায় জেলা প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সব দালাল পালিয়ে গেলেও দুজনকে আটক করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের কাছ থেকে মুচলেখা রেখে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো. জসিম উদ্দিন।

তিনি সিলেট লাইন-কে জানান, সোমবার বেলা ১১টায় অভিযান চালিয়ে সময়ে জেলা প্রশাসকের পশ্চিম-উত্তর কোনায় সোনালী ব্যাংকের নিচে ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির অফিস থেকে বিপুলসংখ্যক মোটরযানের কাগজপত্রসহ দুই জনকে আটক করা হয়।

আটককৃত দুই দালাল হলেন- মামুন (২৪) ও রোমেল(২২)। তবে এসময় এ স্থানে থাকা আরো বেশকিছু দালাল পালিয়ে যায়।

ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন জানান- আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়- বিআরটিএ অফিসে দীর্ঘদিন থেকে দালালি করে আসছে মামুন ও রোমেল।  পরবর্তীতে ‘ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে’ মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *