সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মাজহারুলকে খুলনায় বদলি

সিলেট

সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক একে এম মাজহারুল ইসলামকে বদলি করা হয়েছে। তার নতুন কর্মস্থল খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস।

গতকাল রোববার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মাসব্য ও অর্থ) উম্মে সালমা তানজিয়া সাক্ষরিত এক তার বদলি সংক্রান্ত এ আদেশ জারি করা হয়।

তবে মাজহারুল ইসলামকে কেনো বদলি করা হয়েছে, বদলির আদেশে সে বিষয়ে কিছু উল্লেখ নেই।জানা গেছে, মাজহারুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ছাড়া সম্প্রতি এক নারীকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে ও মামলাও হয়েছে মাজহারুলের বিরুদ্ধে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *