সিলেট মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ

সিলেট

 

জাতীয় সমাবেশে যোগ দিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে থাকুন-মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হলেও ষড়যন্ত্র থেমে যায়নি। এদেশে ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিয়ে কোন ষড়যন্ত্র দেশপ্রেমিক জনতা মেনে নিবেনা। দেশে নতুন করে ফ্যাসীবাদ ও স্বৈরাচারের উত্থানের পধ বন্ধ করতে হবে। আগামী ১৯ জুলাই জামায়াত ঘোষিত ঢাকার জাতীয় সমাবেশ সফল করতে সকল স্তরের নেতা-কর্মীদের ময়দানে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। সিলেটের জনশক্তিকে জাতীয় সমাবেশে যোগ দিয়ে ইতিহাসের স্বাক্ষী হওয়ার সুযোগ নিতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতন পরবর্তী আগামী জাতীয় নির্বাচন দেশকে নতুন করে ঢেলে সাজানোর একটি ঐতিহাসিক সুযোগ। এই নির্বাচনে দীর্ঘ ১৬ বছর পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছে। একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণের গতিপথ নির্ধারণ হবে। তাই ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের কর্তব্য হলো দেশপ্রেমিক নাগরিকদের সচেতন ও ঐক্যবদ্ধ করা। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জামায়াতের পক্ষে জনমত সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি শুক্রবার ( ১১ জুলাই) সিলেট মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত ও মাওলানা এটিএম শামসুদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *