সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

রাজনীতি সিলেট

 

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে
মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে
———সিলেট নগর জামায়াত

সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, নিত্যপণ্যের দফায় দফায় মূল্যবৃদ্ধিতে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কিন্তু সেদিকে সরকারের কোন দৃষ্টি নেই। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।

তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন চালাচ্ছে। দেশের শীর্ষস্থানীয় আলেম উলামাকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। এভাবে কোন দেশ চলতে পারেনা। অবিলম্বে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং কারাগারে আটক সকল আলেম উলামা ও দলীয় নেতাকর্মীদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের সকল অন্যায় অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

সোমবার নগরীর বন্দরবাজার এলাকায় জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে, কারাগারে আটক নেতৃবৃন্দ ও আলেম উলামাদের মুক্তির দাবীতে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মাওলানা মুজিবুর রহমান, হাফিজ মশাহিদ আহমদ, এডভোকেট জামিল আহমদ রাজু ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী মোঃ ছিদ্দিক আহমদ প্রমূখ।

বক্তারা বলেন, জণগনের ভোটে নির্বাচিত নয় বিধায় জণগনের প্রতি ক্ষমতাসীন সরকারের কোন দায়বদ্ধতা নেই। জবাবদিহিতা না থাকায় রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি-লুটপাটের মহোৎসব চলছে। এই কারণে নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। জাতি এই জালিম ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তির প্রহর গুণছে। নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারের সকল ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতা রুখে দিতে হবে। অবৈধ সরকারের হাত থেকে দেশকে রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *