সিলেট মহানগর জালালাবাদ থানা জামায়াতের ঈদ পূণর্মিলনী

সিলেট

 

ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে
মানুষের কল্যাণে কাজ করতে হবে
—– এডভোকেট জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। কিন্তু ত্যাগের সুমহান শিক্ষা স্মরণ করিয়ে দিয়ে গেছে। এই শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্থবায়ন করতে হবে। আর্তমানবতার কল্যানে নিজেদেরকে উজাড় করার মানসিকতা লালন ও পালন করতে হবে। সমাজের প্রতিটি স্তরে ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে শ্রেণী বৈষম্য দূর করতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। এর মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ সুগম হবে। দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মানবতার কল্যানে কাজ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই মুমিনের প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত।
তিনি শুক্রবার সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াত আয়োজিত ঈদ পূণর্মি„লনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর মুফতী আলী হায়দারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা জুনাইদ আল হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ফেডারেশনের সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর সুলতান খান, জালালাবাদ থানার সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল লতিফ ও আব্দুল হাকিম, থানার মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য ফয়জুল হক ও আতিকুর রহমান প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *