দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে
জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে
—–মোহাম্মদ শাহজাহান আলী
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে জামায়াত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জামায়াত সমাজে ধনী-গরীবের ব্যবধান ঘুচিয়ে কল্যানমূলক ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। পবিত্র ঈদুল আযহার ত্যাগের সুমহান শিক্ষা আমাদেরকে কুরআন সুন্নাহের আলোকে সমাজগঠনে অনুপ্রাণিত করে। সমাজ দেশ জাতি রাস্ট্রের সকল ক্ষেত্রে মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারলে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।
তিনি মঙ্গলবার সিলেট মহানগরীর শাহপরান থানা পশ্চিম জামায়াত আয়োজিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
থানা আমীর মোঃ আনোয়ার আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মো. শাহেদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের অফিস সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, থানা নায়েবে আমির মো আব্দুর রব, অফিস সম্পাদক আহমদ হোসাইন, বায়তুলমাল সম্পাদক মাওলানা জাবেদ আহমদ, জামায়াত নেতা হামিদ বক্স মুহিন, আহমদ আল মাসুদ, ওলিউর রহমান সাদ্দাম ও মো ফারুক মিয়া প্রমুখ।